ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৮ আহতদের চিকিৎসা দেওয়া হয়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যরচর গ্রামে এই ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ হানিফা (৬৫) ও আবদুর রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলম শাহকে (৩২) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আবদুর রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষ টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধসহ ৮ জন আহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।