বুধবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের হারুন মিয়ার স্ত্রী আসমার সঙ্গে জুয়েলের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল।
এ ঘটনার পাঁচদিন পর ওই ডোবা থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জুয়েলের চাচা আব্দুল হকের করা মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পরকীয়ার বিষয়টি বেরিয়ে আসলে হারুন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হলেও আরও পাঁচজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান আলমগীর হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনটি