ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পরকীয়ার জেরেই হত্যা করা হয় জুয়েলকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
পরকীয়ার জেরেই হত্যা করা হয় জুয়েলকে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জুয়েল মিয়া (২৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আলমগীর হোসেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের হারুন মিয়ার স্ত্রী আসমার সঙ্গে জুয়েলের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল।

হারুন বিষয়টি বুঝতে পেরে তাদের দুই জনকে সতর্ক করে দেন। এরপর তারা সম্পর্ক চালিয়ে গেলে হারুন কৌশলে জুয়েলকে বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে হত্যা করেন। পরে ছুরিকাঘাতসহ তার মুখমণ্ডল বিকৃত করে জুয়েলের মরদেহ ডোবায় ফেলে দেন।

এ ঘটনার পাঁচদিন পর ওই ডোবা থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জুয়েলের চাচা আব্দুল হকের করা মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পরকীয়ার বিষয়টি বেরিয়ে আসলে হারুন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হলেও আরও পাঁচজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।