বুধবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
রায়পুরা ফায়ার সার্ভিস টিম লিডার কাজী নোমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, তদন্ত করে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস