ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
রায়পুরায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই আগুন লেগে পুড়ে যাওয়া একটি দোকান। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আগুন লেগে ১১টি দোকানসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বুধবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।


 
রায়পুরা ফায়ার সার্ভিস টিম লিডার কাজী নোমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম  বাংলানিউজকে বলেন, তদন্ত করে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।