বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ দাবি জানান তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্যাতিত নুসরাত থানায় গিয়েছিলো প্রতিকার পেতে।
নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত প্রসঙ্গে রিয়াজুল করিম বলেন, নুসরাত অন্যায়ের প্রতিবাদ করে গেছে। সে সাহসী নারীদের কাছে দৃষ্টান্ত। আমরা তার কাছ বেঁচে থাকার, প্রতিবাদ করার শিক্ষা পাই। আজকে ‘নুসরাত দিবস’ ঘোষণা করার প্রয়োজন অনুভব করছি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, অপরাধের সঠিক বিচার হচ্ছে না বলেই এমন নৃশংসতা... আমরা দেখেছি অভিযুক্ত অধ্যক্ষ হাসিমুখে কথা বলছেন, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা এমন সাহস পাচ্ছে।
তিনি বলেন, দ্রুত বিচার সম্পন্নের জন্য নতুন আইনের দাবি উঠেছে এবং এটি সময়ের দাবি। তবে আইন করলেই সমাধান নয়। আইনের প্রয়োগ না করতে পারলে মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। নুসরাতের অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, নিশ্চিত না করলে ওই সব অপরাধীদের মানসিকতা এরকম থেকেই যাবে।
বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে নুসরাত জাহান রাফি।
গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।
এই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। কিন্তু সবার প্রার্থনা-চেষ্টাকে বিফল করে না ফেরার দেশে চলে যায় নুসরাত।
আরো পড়ুন:
** বাঁচানো গেলো না নুসরাতকে
** নুসরাতের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়
** শেষ চিঠিতেও লড়াইয়ের কথা বলেছিলো নুসরাত
** নুসরাতের মৃত্যুতে, অপরাধীর ক্ষমা নাই: এমপি মাসুদ
** নুসরাতের মৃত্যুতে বারবার অজ্ঞান হচ্ছেন দুই ভাই
** নুসরাতের মৃত্যুতে এমপি শিরিন আখতারের শোক
** সোনাগাজী সাবের পাইলট মো. স্কুল মাঠে হবে নুসরাতের জানাজা
** মাদ্রাসাছাত্রী নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
** নুসরাতের মৃত্যুতে স্তব্ধ ফেনী, দোষীর ফাঁসি দাবি
** শেষ চিঠিতেও লড়াইয়ের কথা বলেছিলো নুসরাত
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এজেডএস/এমজেএফ