ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পশুর নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
পশুর নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের পশুর নদীর চর থেকে হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সুন্দরবনের হারবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো ও লঞ্চের নিখোঁজ শ্রমিকের সন্ধানে সকাল থেকে হারবাড়িয়া এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।

অনুসন্ধানের এক পর্যায়ে চর থেকে হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর এভাবে বেঁধে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।