বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, আবু সালেহ মীম ঢাকার পলিটেকনিক্যালে ইলেক্ট্রিক্যাল বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী।
বুধবার সন্ধ্যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আবু সালেহকে হাত-পা বাঁধা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখে। এ সময় তার শরীরের পোশাক কেরোসিন তেলে ভেজা দেখতে পান স্বজনরা। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে সজ্ঞাহীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের বোন বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিতে চেষ্টা করেছিলো, কিন্তু লোকজন এসে পড়ায় তারা আর আগুন দিতে পারেনি।
ফেনী জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ ওবায়েদুল্লাহ্ বলেন, ছেলেটির অবস্থা খারাপ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তরের করেছি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসএইচডি/এএটি