ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
শিবগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় সায়েরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

সায়েরা বেগম সোনামসজিদ মির্জাপুরের মৃত মোজাহার আলীর স্ত্রী।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মৃধা বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে সায়েরা বেগম উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সায়েরা বেগম ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।