ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ফতুল্লায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণেরর ঘটনায় মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে এ অভিযোগে মাদ্রাসার শিক্ষক তাফসিরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত তাফসিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত শিক্ষক তাফসিরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ থানার গোমস্তাপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, কয়েকদিন যাবত কৌশলে শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় শিক্ষক তাফসিরুল ইসলাম ধর্ষণ করে আসছে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মা চিকিৎসকের কাছে নিয়ে যায়। এতে ধরা পড়ে ধর্ষণের বিষয়টি। এরপর শিশুর বাবা থানায় অভিযোগ করলে তাৎক্ষনিক ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।