ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে কাভার্ডভ্যান চাপায় এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
না'গঞ্জে কাভার্ডভ্যান চাপায় এসআই নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যান চাপায় ফরিদ আহমেদ নামে হাইওয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে ঢাকাগামী কাভার্ডভ্যান ফরিদ আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট এলাকার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে। তিনি ২০১৮ সালে কাঁচপুর হাইওয়ে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।