শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই গ্রামের ইউনিয়ন পরিবার-পরিকল্পনা পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল ওই গ্রামের অলিয়ার রহমান ভূঁইয়ার ছেলে ও স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করত।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, তিনদিন আগে রাতে কে বা কারা ইমদাদুলকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা ওই পরিত্যক্ত ভবন থেকে পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ওই যুবককে হত্যা করার পর হত্যাকারীরা আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছে। এতে মরদেহে অনেকাংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে মাদক বিক্রি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ময়না-তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি