শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চিল্লা উপজেলার দুরমুট ইউনিয়নের বীর হাতিজা গ্রামের দেব নারায়ণের ছেলে।
ওই গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইসমাইল বাংলানিউজকে বলেন, কৃষক চিল্লা গুয়ালা তার বাড়ির পাশে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের ওপরে বাঁশ পড়ে যায়। এতে বাঁশটিসহ ওই কৃষক বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি