শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাওটানার মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ইউনুস আলী ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
ইউনুস আলী বাংলানিউজকে বলেন, বিয়ের গাড়ি উল্টে পুকুরে পড়েছে বলে শুনেছি। খবর পেয়ে পীরগাছা ও রংপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুরে উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়াও বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি উদ্ধার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে এখনো আহত কারও পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজে নিয়ে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এএ