ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আসছে রাতে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
মালয়েশিয়ায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আসছে রাতে  নিহত ৫ বাংলাদেশি

ঢাকা: মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ ঢাকায় আসছে শুক্রবার (১২ এপ্রিল) রাতে। 

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।  

মালয়েশিয়ায় নিহত রাজিব মুন্সি, সোহেল, মোহিন, আল-আমিন ও গোলাম মোস্তফার মরদেহ রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সযোগে (এমএইচ-১৯৬) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

রাত ১টা ১৫ মিনিটে প্লেনটি অবতরণ করবে বলে জানা যায়।  

শুক্রবার রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। কোম্পানির চারজন প্রতিনিধি মরদেহের সঙ্গে বাংলাদেশে আসছে বলে জানা যায়।  

মরদেহ হস্তান্তরকালে প্রত্যেক পরিবারকে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক পরিবার পাবে তিন লাখ টাকা।  

এছাড়া মালয়েশিয়ান কোম্পানি নিজ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার রিংগিত করে দিচ্ছে। পরবর্তীতে ক্ষতিপূরণ বাবদ ইনস্যুরেন্সের টাকাও পাবে। সম্পূর্ণ বিষয়টি হাইকমিশন তদারকি করছে।  

গত ৭ এপ্রিল রাতে মালয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় এসব নাগরিক নিহত হন।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।