ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

একসঙ্গে ৭ সন্তানের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
একসঙ্গে ৭ সন্তানের জন্ম অপরিণত সাত নবজাতক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে অপরিণত সাত সন্তানের জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামে এক নারী।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে নবজাতকগুলোর জন্ম হয়।

নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার  পাটোয়ারী বাড়ির রাজুর স্ত্রী।

সাত নবজাতকের মধ্যে চারটি মেয়ে, তিনটি ছেলে।

সিটি  হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টায় ২০ মিনিটে প্রসববেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হন। ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত সন্তানের জন্ম দেন তিনি। মা নাজমা আক্তার সুস্থ থাকলেও সাত সন্তান সুস্থ নেই বলে জানিয়েছে চিকিৎসক।

হাসপাতাল সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়ায় নবজাতকগুলো সুস্থ নেই। চোখ ফোটেনি। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, নির্দিষ্ট সময়ের আগে সাত সন্তানের জন্ম হয়েছে। তারা প্রত্যেকে ঝুঁকিতে রয়েছে। আমরা সুস্থ করতে চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি পরিবারকে।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।