ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুর প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জামালপুর প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু আর নেই শফিক জামান লেবু

জামালপুর: জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)।

শুক্রবার (১২ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শফিক জামান লেবু বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

সবশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন।

তার সহকর্মী যমুনা টেলিভিশনের শোয়েব মাহমুদ জানান, সকালে বুকে ব্যথা অনুভূত হলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শফিক জামান লেবু। পরে ব্যথা না কমায় বিকেলে তাকে ময়মসিংহ মেডিকেল হাসপতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুর কোলে ঢেলে পড়েন লেবু।

তার মৃত্যুতের জামালপুর সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।