শুক্রবার (১২ এপ্রিল) রাতে রাজধানীর প্রেসক্লাবে 'বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএমপি কমিশনার বলেন, সমাজকে সুস্থ রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ ও ক্রাইম রিপোর্টাররা কাজ করে।
রাজধানীর প্রধান সমস্যা যানজট উল্লেখ করে তিনি বলেন, ২০১৬ সালে উল্টোপথে চলাচল বন্ধের যখন পদক্ষেপ নিয়েছি, তখন সবার আগে ক্রাইম রিপোর্টাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। গণপরিবহনে শৃঙ্খলা আনার কাজটি এখনো আমরা করতে পারিনি, এছাড়া সড়কে অন্য সব ক্ষেত্রে আমরা অনেকটা সফল। আর এ সফলতার বড় অংশীদার সাংবাদিকরা।
সাংবাদিকদের দায়িত্ব পালনেও একটা সেল্ফ সেন্সরশিপ দরকার মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন বড় বড় অপারেশনের ক্ষেত্রে কতটুকু লাইভ করবো, কতটুকু করবোনা এটা আমাদের বোঝা উচিত। সাংবাদিক ও পুলিশ আমরা উভয়ই দেশের স্বার্থে একসঙ্গে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সমাজের সব অন্যায়-অপরাধ দূর করতে ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিখলে আমরা কিছুই মনে করবো না। কারণ কোনো ব্যক্তি অপরাধের দায় আমরা নেবো না। অন্যায় ও অস্বচ্ছতার বিরুদ্ধে সাংবাদিকতাকে আমরা সাধুবাদ জানাবো।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আমি উগ্রবাদ-সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি। আমরা হয়তো অপরাধীকে গ্রেফতার করতে পারি, কিন্তু উগ্রবাদের যে মতবাদ সেটাকে প্রতিরোধ করতে সমাজের সব শ্রেণীর মানুষকে মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পাঁচজন রিপোর্টারের হাতে 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' তুলে দেন অতিথিরা। এছাড়া, ক্র্যাবের পক্ষ থেকে প্রথমবারের মতো গুণী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।
ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ নিজাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা ক্র্যাবের ২০১৯ সালের নতুন শুভেচ্ছা জানান এবং কমিটির সদস্যদের বরণ করে নেন।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
পিএম/এএ