ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ওষুধ ভেবে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ওষুধ ভেবে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

বরিশাল: কাশির ওষুধ ভেবে কীটনাশক পান করে আলমগীর হাওলাদার (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।



স্বজনদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেদুল ইসলাম জানান, আলমগীর হাওলাদারের কাশি ছিল। এজন্য তিনি ওষুধ খাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে ক্ষেতের কাজ শেষে ঘরে ফিরে কাশির সিরাপ ভেবে কীটনাশক খেয়ে ফেলেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন মারা যান।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।