ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে মাতলো সিরাজগঞ্জবাসী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে মাতলো সিরাজগঞ্জবাসী  সিরাজগঞ্জে ঘুড়ি উৎসব

সিরাজগঞ্জ: 'শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য চাই সুস্থ ও সুন্দর বিনোদন' এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর তীরে হার্ড পয়েন্ট এলাকায় এ ঘুড়ি উৎসবে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।         

সিরাজগঞ্জ ফেসবুক টিম ও ইসাবেলা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ঘুড়ি উৎসবে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীরা অংশ নেয়।

এর আগে সকালে শিশুদের মধ্যে ঘুড়ি আঁকানো প্রতিযোগিতা ও বেলা ১১টা থেকে সব বয়সীদের মধ্যে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, আঞ্জুমান-ই মফিদুলের প্রতিনিধি, সাইদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু উপস্থিত ছিলেন।  

সন্ধ্যায় ফানুস ওড়ানো ও রাতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।