শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কদমতলি বাজার এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি খালিয়াজুরি উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একই উপজেলার ভাঙ্গাহাটি গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বাংলানিউজকে এ তথ্য জানান।
ওসি আরো জানান, নেত্রকোণা যাওয়ার উদ্দেশ্যে খালিয়াজুরি থেকে ভাড়া মোটরসাইকেল চড়ছিলেন জাহেরা ও তার স্বামী আজাদ। পরে মদনের কদমতলি বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেল থেকে জাহেরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
উদ্ধার করে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এএ