মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের সরদারকান্দিতে এ আগুন লাগে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার চরশ্যামাইল সরদারকান্দি গ্রামে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী সরদারের বাড়িতে আগুন লাগে।
অগ্নিকান্ডে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী সরদারের একটি বসতঘর ও একটি রান্নাঘর এবং রহমান সরদারের একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি কাচারি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্তদের ধারণা।
শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, চরশ্যামাইল সরদারকান্দি গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।