ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বৈশাখী উৎসবের দাওয়াতপত্র বিতরণকালে কলেজছাত্র খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
বৈশাখী উৎসবের দাওয়াতপত্র বিতরণকালে কলেজছাত্র খুন নিহত শৈশব সাহা

পাবনা: পাবনায় বৈশাখী উৎসবের দাওয়াতপত্র বিতরণকালে এক কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরো ছয়জন আহত হন। 

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হারিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র শৈশব সাহা পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও পাবনা পৌর এলাকার সিঙ্গা পালপাড়ার চাল ব্যবসায়ী ভজেন্দ্র নাথ সাহার ছেলে।

 

এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের হারিয়াবাড়ি এলাকায় স্থানীয় আব্দুল্লাহ আল মামুন ও বাবু ওরফে কটা বাবু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় মামুন গ্রুপের শৈশব সাহাসহ ছয়টি মোটরসাইকেল নিয়ে ১০/১২ জনের একদল ছেলে বৈশাখী উৎসবের দাওয়াতপত্র বিতরণ করতে হারিয়াবাড়ি গ্রামে যায়।  

এসময় পূর্ব বিরোধের জের ধরে কটা বাবুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ছয়টি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কলেজছাত্র শৈশব মারা যায়। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে একপক্ষের নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈশাখী উৎসবের জন্যে আমাদের লোকজন হারিয়াবাড়ি গ্রামে দাওয়াতপত্র বিলি করছিল। এসময় কটা বাবুর লোকজন হামলা করে শৈশবকে হত্যা করেছে।  

এ ব্যাপারে অপরপক্ষের নেতা কটা বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
  
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।