শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মাশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সার্টিফিকেট দেওয়া ও সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী এবং শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
দিন দিন মানুষের দায়িত্ববোধ, মমত্ববোধ কমে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে মেধাবীরা আর ফিরে আসছে না। এতে দেশের মেধা পাচার হয়ে যাচ্ছে। নতুন নতুন আবিষ্কার করে সাড়া ফেলে দিতে হবে। দেশের মধ্যে পরিবর্তন আনতে হবে। দেশকে গড়ে তুলতে হবে সোনার বাংলা হিসেবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নির্বাহী কমিটির সদস্য সচিব তবারক উল্লাহ চৌধুরী বায়োজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধরী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এএসএম আবুল খায়ের।
এ ধরনের জাতীয় কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ।
কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা চট্টগ্রামসহ দেশের ২৬টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজের সাড়ে পাঁচশ শিক্ষার্থী অংশ নেন। এছাড়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও অংশ নেন এই জাতীয় কর্মশালায়। কর্মশালা থেকে অর্জিত বাস্তব অভিজ্ঞতা একাডেমিক পরীক্ষায় কাজে লাগানো যাবে। পাশাপাশি বাস্তবজীবনেও প্রয়োগ করা যাবে বলে মনে করেন কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
রোবোটিক্সের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ওমেন ইন টেকনোলোজির সভাপতি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার ড. লাফিফা জামাল।
হ্যান্ডস-অন টিউটোরিয়াল সেশন পরিচালনা করেন বাংলাদেশ রোবোটিক্স ফাউন্ডেশনের রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম এবং আইওটির সুযোগ-সম্ভবনাসহ বিভিন্ন দিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এআইইউবির আইওটি বিশেষজ্ঞ সাদাত মাহমুদ।
কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আইওটি ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালার আহ্বায়ক, ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাঈদ হোসেন পারভেজ স্বাগত বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএইচডি/এএ