ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ছেলের রডের আঘাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জয়পুরহাটে ছেলের রডের আঘাতে বাবা খুন

জয়পুরহাট: জয়পুরহাট শহরে মানষিক ভারসাম্যহীন ছেলের রডের আঘাতে তাইজুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে শাকিল হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে শহরের  প্রফেসর পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।  

পরিবারের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুমিনুল হক বাংলানিউজকে জানান, শাকিলের বর্তমান বয়স ১৮/১৯ হবে।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় শাকিল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় অসংলগ্ন আচরণ করতেন। এক পর্যায়ে শুক্রবার রাতে বাইরে থেকে বাড়ি ফিরে রড দিয়ে তার বাবা তাইজুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পরে বাড়ি থেকে শাকিলকে আটক করা হয়েছে বলেও জানান ওসি মুমিনুল।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।