শনিবার (১৩ এপ্রিল ) সকালে উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।
ঝিনাইদহ সদর থানা উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে ঝিনাইদহ থেকে মিট কুমড়া ভর্তি একটি মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে খড়িখালী নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি