ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ঝিনাইদই: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল ) সকালে উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানা উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে ঝিনাইদহ থেকে মিট কুমড়া ভর্তি একটি মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে খড়িখালী নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।