ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে যৌন হয়রানির দায়ে আনসার সদস্যের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
কালকিনিতে যৌন হয়রানির দায়ে আনসার সদস্যের কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে জহিরুল ইসলাম (২৪) নামে এক আনসার সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জহিরুল কালকিনির বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের সামসুল হকের ছেলে।

তিনি আনসার ভিডিবির মুন্সিগঞ্জের মেঘনা ঘাটে কর্মরত।

জানা যায়, পৌরসভার গোপালপুর এলাকায় এক শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন আনসার সদস্য জহিরুল। বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে হাতেনাতে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।