শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শৈলকূপা উপজেলার কৃত্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিক ওই গ্রামের লিটন মিয়ার ছেলে।
শৈলকূপা ফায়ার স্টেশনের অফিসার আক্কাস আলী বাংলানিউজকে বলেন, সকালে কাতলাগাড়ী বাজারে থেকে বাইসাইকেলে করে অনিক বাড়ি ফিরছিল। এসয়ম বালু বোঝাই ট্রাক কাতলাগাড়ী থেকে শৈলকূপায় যাচ্ছিল। পথে কিত্তিনগর গ্রামে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বালু বহনকারী দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি