ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
কামারখন্দে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ নিহত ৩ দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে পিকআপ চালক সূর্য্য মিয়া (৩৫), পাকুড়িয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার (৩৬)।

 এ দুর্ঘটনায় দু'টি গরুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম বাংলানিউজকে জানান, কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সুজনসহ কয়েক ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় উল্টে যায়।  

এতে পিকআপ চালক সূর্য্য ও দুটি গরুর ঘটনাস্থলেই মারা যায়। আহত তিন ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ হাসপাতালে পাঠানো হয়।  

কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন, কামারখন্দ হাসপাতালে দুইজন মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯ আপডেট: ১৫৫৪ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।