শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ মিয়া হাউজিং এলাকার একটি টিনশেড বাসায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস ঘটনার সতত্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গত চারদিন আগে চাঁন মিয়া হাউজিং এলাকার চার নম্বর রোডের একটি টিনশেড বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা ভাড়া নেয়।
ধারণা করা হচ্ছে স্বামী পরিচয়ে ওই ব্যক্তি নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন।
ওসি আরও জানান, নিহত নারীর নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ, তবে গ্রেফতারের জন্য পালিয়ে যাওয়া ওই ব্যক্তি নাম জানাতে কাজ করছে পুলিশ। নিহত নারীর আঙ্গুলে ছাপ সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রর মাধ্যমে তার পরিচয় শনাক্তর চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এজেডএস/এএটি