ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নুসরাতের খুনিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
নুসরাতের খুনিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবি

ঢাকা: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যা মামলার আসামিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। একইসঙ্গে যারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও তার সঙ্গীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুলের মাধ্যমে শাস্তির দাবি জানান তারা।

শনিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।

ঢাকার ফেনী সমিতির মানববন্ধন থেকে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

আসামিদের এমন শাস্তি দেয়া হোক, যেটা দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। কোনো মানুষ আর এ ধরনের ন্যাক্কার কাজ করার সাহস না পায়। পাশাপাশি এ অমানুষিক হত্যাকাণ্ড স্মরণে ১০ এপ্রিলকে নুসরাত দিবসের দাবি জানানো হয়।

সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আক্তার, ফেনী সমিতির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মানববন্ধন থেকে বলা হয়, নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির অভিযোগ একদিনের না। কে বা কারা খুনি সিরাজ উদদৌলা ও তার সঙ্গীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তা সবার জানা। এ হত্যা ও অমানুষিক নির্যাতনের আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুলের মাধ্যমে শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে তাদের আশ্রয়দাতাদেরও শাস্তির দাবি জানানো হয়। এ ঘৃণ্য খুনিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দণ্ড দিয়ে তা কার্যকরের দাবি জানায় অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

সিরাজ উদদৌলা ও তার সঙ্গীদের দ্রুত বিচার ট্রাইব্যুলের মাধ্যমে বিচার শাস্তির দাবি জানায় বাংলাদেশ কৃষক ফেডারেশন। সংগঠনটির মতে, এ ঘটনায় আসামিদের এমন শাস্তি দিতে হবে যা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ শাস্তি দেখে যেন সবাই শিক্ষা নিতে পারেন এবং এ ধরনের ঘটনা সংঘটনের সাহস না পায়।

মানববন্ধনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভানেত্রী রেহানা বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।