ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নুসরাত হত্যাকাণ্ড: প্রতিবাদী মিছিল-স্লোগানে উত্তাল ফেনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
নুসরাত হত্যাকাণ্ড: প্রতিবাদী মিছিল-স্লোগানে উত্তাল ফেনী মানববন্ধনে বক্তব্য রাখছেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ছবি: বাংলানিউজ

ফেনী: সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী প্রতিবাদী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে হাজারও শিক্ষার্থী ও প্রতিবাদীর মিছিল-স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে ফেনীর রাজপথ।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফেনী ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গণে শাস্তি দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ফেনীর সব স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।

মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকাল থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১২টার দিকে কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জড়ো হয়ে যান কয়েক হাজার মানুষ। এসময় শিক্ষার্থীরা হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের স্লোগান শুনে একাত্মতা পোষণ করে সাধারণ মানুষও। এ মানববন্ধনে অংশ নেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীও।

এসময় তিনি ঘোষণা দেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার মেধাবী ছাত্রী নুসরাতের নামে তার মাদ্রাসায় একটি ভবন এবং এলাকায় একটি রাস্তা হবে।

আরও পড়ুন>> প্রতিবাদী নুসরাতের নামে রাস্তা-ভবনের ঘোষণা

তিনি আরও ঘোষণা দেন, নুসরাতের মামলা পরিচালনার জন্য যাবতীয় খরচ আমি বহন করবো। এ ঘটনায় ফেনীর সাধারণ মানুষকে প্রতিবাদে সোচ্চার থাকার জন্যও তিনি আহ্বান জানান।

এসময় নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধী যেই হোক, তার বিচার হতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ক’জন স্বেচ্ছাসেবক’ ফেনীর সহ-সভাপতি সাহাব উদ্দিনের উপস্থাপনা ও পরিচালনায় এ মানববন্ধনে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি, আমির হোসেন, ওসমান গণি রাসেল, সিফাত, সুমন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এদিকে, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। শনিবার সকাল ১১টার দিকে ফেনী ট্রাংক রোড়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রায় কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তারা মূল হোতা ও মাদ্রাসার অধ্যক্ষ এএসএম সিরাজ উদদৌলার কুশপুত্তলিকা দাহ করেন।

এতে বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমেদ তপু, জিএস রবিউল হক রবিনসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন ছাত্রলীগ নেতারা বলেন, যতোদিন না নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, ততোদিন আমরা রাজপথে অবস্থানে থাকবো। আমরা আমাদের বোন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।