ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকার ওয়াসার লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে সেলিম মিয়া (২৫) ও ডেমরা সারুলিয়ায় বজ্রপাতে রেজাউল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে এ পৃথক ঘটনা দুইটি ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন।

মৃত সেলিম গাইবান্ধা জেলার মৃত আব্দুল জলিলের ছেলে। সেলিম আফতাব নগরে থাকতেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আফতাবনগরে রাস্তার পাশের ওয়াসার লাইনে মাটি খুঁড়ে কাজ করছিলেন সেলিম। এসময় নরম মাটি নিচের দিকে দেবে গেলে সেলিম মাটির নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে ওই  হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম বাংলানিউজকে জানান, ডেমরার সারুলিয়া এলাকার একটি রুলিং মিলের শ্রমিক রেজাউল। দুপুর ১টার দিকে রেজাউল মিলের পাশেই একটি ফাঁকা জায়গায় গোসল করতে যান। এসময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে রেজাউল অচেতন হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।