ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ: অধ্যক্ষ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ: অধ্যক্ষ গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এক ছাত্রীকে (১০) ধর্ষণের মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

এরআগে, ওইদিন দুপুরে এ ঘটনায় অভিযুক্ত ফেরদৌস শেখকে (১৮) এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। আমরা প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ এবং মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করেছি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।