শুক্রবার (৩ মে) ভোরে উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পায়েল কুমিল্লার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।
বিজিবি- ১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার শাহ আলমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়েন। এতে ওই মাদক ব্যবসায়ী আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ০৩, ২০১৯
আরআইএস/