বৃহস্পতিবার (১৬ মে) ভোরে সদর উপজেলার সাতরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক, তিনটি কার্তুজ ও ৬৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শহিদুল সদরের সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাতরায় তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুলের বাড়িতে অস্ত্র উদ্ধার যায় পুলিশ। টের পেয়ে শহিদুল ও তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শহিদুল গুলিবিদ্ধ হন। এসময় তার সহযোগিরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে শহিদুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শহিদুলের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৬, ২০১৯
আরবি/