মঙ্গলবার (২৫ জুন) গিয়েছেন রাজশাহী সফরে। বিকেলে পৌঁছেই রাজশাহী আম খেতে চান।
জানতে চাইলে রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাসাইটির চেয়্যারম্যান আনোয়ারুল হক বলেন, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর বিকেলে তার বাগানে আম দেখতে গিয়েছিলেন।
এ সময় তাকে রাজশাহীর বিখ্যাত সব আম সম্পর্কে জানানো হয় এবং এখন বাগানে থাকা ল্যাংড়া আম গাছ থেকে ভেঙে কেটে খাওয়ানো হয়। পরে রাজভোগ এবং ব্যাগিং করা আম্রপালিও খাওয়ানো হয়। তিনি এই আম তৃপ্তি সহকারে খান। রাজশাহীর ল্যাংড়া আম খাওয়ার পর ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার এর সুনাম করেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর আম খুবই মিষ্টি ও সুস্বাদু। রাজশাহী মহানগরীর এ বাগানে এসে তার খুবই ভালো লেগেছে। এ আম অনেক স্বাস্থ্যসম্মত।
রাজশাহীর আমের প্রশংসা করে তিনি এই আম খুবই সুস্বাদু এবং রপ্তানিযোগ্য বলেও মন্তব্য করেন। রাজশাহীর আম রপ্তানির বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসএস/এএটি