বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে রিফাত শরীফ হত্যা মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়।
এরআগে, বুধবার (২৬ জুন) রাতে রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা থানায় ১২ জন নামভুক্ত আসামি ছাড়াও আরও অজ্ঞাত ছয়-সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, রিফাতের হত্যা মামলার প্রধান আসামি অভিযুক্ত নয়ন এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিল। ২০১১ সালে বরগুনা জিলা স্কুল থেকে তারা এসএসসি পাস করেন।
>>>আরও পড়ুন...সন্ত্রাসীদের সঙ্গে লড়েও স্বামীকে বাঁচাতে পারলেন না
এরপর ২০১২ সালে প্রায় ১২ লাখ টাকার মাদকদ্রব্য নিয়ে প্রশাসনের হাতে ধরা পড়ে নয়ন। বর্তমানে বরগুনা থানাসহ বিভিন্ন থানায় নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বাংলানিউজকে জানান, রিফাত হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে তৎপর রয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯ আপডেট: ১২৪৭
এনটি