ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সব আসামির শাস্তি হলে শান্তি পাবো: রিফাতের বাবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
সব আসামির শাস্তি হলে শান্তি পাবো: রিফাতের বাবা  রিফাতের বাবা দুলাল শরীফ

বরগুনা: রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বলেছেন,  সব আসামিদের শাস্তি হলে তবেই আমার মন শান্তি পাবে। 

মঙ্গলবার (২ জুলাই) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।  

‘বন্দুকযুদ্ধে’ ছেলে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড নিহত হওয়ার খবর পেয়েছেন রিফাতের বাবা দুলাল শরীফ।

 

তিনি বলেন, এখনও দুই আসামি গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতার করে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এই ঘাতকরা শাস্তি পেলেই আমার রিফাতের আত্মা শান্তি পাবে।

‘প্রকাশ্য দিবালোকে আমার ছেলে রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি এতদিন গ্রেফতার না হওয়ায়  মনে চাপা কষ্ট আর ক্ষোভ ছিলো। বাকিদেরও এমন শাস্তি চাই-যাতে আমার মতো কোনো বাবাকে ছেলের লাশ কাধে নিতে না হয়। ’ 
  
এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়।  

নয়ন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।