মঙ্গলবার (২ জুলাই) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
‘বন্দুকযুদ্ধে’ ছেলে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড নিহত হওয়ার খবর পেয়েছেন রিফাতের বাবা দুলাল শরীফ।
তিনি বলেন, এখনও দুই আসামি গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতার করে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এই ঘাতকরা শাস্তি পেলেই আমার রিফাতের আত্মা শান্তি পাবে।
‘প্রকাশ্য দিবালোকে আমার ছেলে রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি এতদিন গ্রেফতার না হওয়ায় মনে চাপা কষ্ট আর ক্ষোভ ছিলো। বাকিদেরও এমন শাস্তি চাই-যাতে আমার মতো কোনো বাবাকে ছেলের লাশ কাধে নিতে না হয়। ’
এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়।
নয়ন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএ