বুধবার (৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে স্থানীয়করণ চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (অ্যাডাব) পরিচালক এ কে এম জসিম উদ্দিন বলেন, আমাদের দেশে উন্নয়নের জন্য যে বিদেশি সাহায্য-সহযোগিতা আসে তা সদ্ব্যবহারে যেন দেশের সংস্থাগুলোকে প্রাধান্য দেওয়া হয়।
তিনি আরও বলেন, দেশের মধ্যে যেসব লোকাল (স্থানীয়) রিসোর্স আছে, যেসব অঞ্চলে সরকারি প্রকল্প আছে, সেগুলোতে যেন ওই অঞ্চলের সংস্থাগুলো প্রাধান্য পায়। জাতীয় সংস্থা, দাতাগোষ্ঠী, জাতিসংঘ সবার কাছে বলতে চাই আমরা আমাদের দেশাত্মবোধ দিয়ে কাজ করবো। আমাদের কাজ করতে সুযোগ দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক ফেরদৌস আরা রুমি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমএমআই/এইচএডি/