রোববার (১৪ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিয়াম নামে এক যুবক মারা যায়। এসময় আহত অবস্থায় অপর দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএইচ