ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বাংলাবাজার এলাকা থেকে আনিছ (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) রাত ১১টার দিকে আশুলিয়ার বাংলাবাজারের ইটখোলা এলাকার ফজলু হাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনিছ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার আন্দারিঝাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।

তিনি ওই এলাকার ফজলু হাজীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সকালে তার স্ত্রী পোশাক শ্রমিক মাহফুজার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। পরে মাহফুজা তার কর্মস্থল যায়। কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা একাধারে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে যায়। ভেতরে যেতেই দেখেন তার স্বামী আনিসের নিথর দেহ ঝুলে রয়েছে। পরে রাতে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।