সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী স্বপ্না (৩২) ও তার মেয়ে শিমু (৪)।
স্থানীয়রা জানান, সকালে স্বপ্না উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় বাঁশের আঁড়ার সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মাকে নড়াচড়া করতে দেখে শিশু কন্যা এগিয়ে গিয়ে স্বপ্নাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন সরকার তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএ