সোমবার (১৫ জুলাই) সকাল ৯টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৩.৫১ মিটার রেকর্ড করা হয়। যা বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধির তীব্রতায় ভয়াবহ বন্যা আতঙ্কে রয়েছে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ।
সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এক সপ্তাহ ধরেই যমুনার পানি চরাঞ্চলে প্রবেশ করেছে। ফসলি জমিগুলো ইতোমধ্যে তলিয়ে গেছে। সোমবার সকাল পর্যন্ত মেছড়া ইউনিয়নের শতাধিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কে এম রফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি বৃদ্ধির তীব্রতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে পানি।
তিনি আরও বলেন, বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে যমুনা নদীর উজানে আগামী ২৪ ঘণ্টা পানি কমার কোনো সম্ভাবনা নেই। এতে সিরাজগঞ্জ পয়েন্টে আরও তিনদিন পানিবৃদ্ধি অব্যাহত থাকবে।
বাংলাদশে সময়: ১১১০ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৯
আরএ