সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি গজারিয়ার হোসেন্দি বাজার এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, সারারাত পাথর শ্রমিকের কাজ শেষে সকালে বাড়ি ফিরছিলেন জুলহাস। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গেলে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার রাসেলকে (২৫) আটক করা হয়। রাসেল ফরিদপুর জেলার রনকাই গ্রামের তারা মিয়ার ছেলে।
তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএ