সোমবার (১৫ জুলাই) বিকেলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান। রাকিব ওই এলাকার খালেক মুন্সীর ছেলে ও স্থানীয় কৃষ্ণচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ওসি মিজানুর রহমান জানান, সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় খালে পানিতে পড়ে নিখোঁজ হয় পথচারী রাকিব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুরে তার মরদেহ উদ্ধার করে দুর্গাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল। তবে ওই সংঘর্ষের ঘটনায় বাস-ট্রাকের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসআরএস