সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার আটারকুম এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাজু চকরিয়া উপজেলার দিয়ারচর এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার আটারকুম এলাকা প্লাবিত হয়। রোববার (১৪ জুলাই) সকালে আটারকুম এলাকার একটি রাস্তা সাঁতরে পার হওয়ার সময় রাজু স্রোতে ভেসে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ভোরে মাতামুহুরী নদীর আটারকুম এলাকায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, মাতামুহুরী নদী থেকে নিখোঁজ রাজুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসবি/আরআইএস/