সোমবার (১৫ জুলাই) বিকেলে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ফারুক হোসেন (৪২), জাহাঙ্গীর মৃধা (৪০) ও হাসান (৫৮)।
র্যাব জানায়, রোববার (১৪ জুলাই) দিনগত রাত ৩টা ৪০ মিনিটে র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানার গাবতলী মাজার রোডের মোড় থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করে।
এ সময় তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন এবং প্রায় ২০০ বস্তা ভুট্টাবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, আসামিরা দিনাজপুর জেলার বিরামপুর থেকে ফেনসিডিল কিনে পারস্পরিক যোগাযোগ করে দীর্ঘদিন ধরে ঠিকানা বদল করে ঢাকার দারুস সালাম, মিরপুর, শাহআলী থানা এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমএমআই/জেডএস