সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ভুলতা এলাকার মেসার্স হাসান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় মালিক ইমারত হোসেনের কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।
মেসার্স হাসান ট্রেডার্সে তাদের নিজস্ব পণ্য মায়া লিচি ড্রিংকস, ফান লিচি ফ্লেভার ড্রিংকস, চকি লিচি ড্রিকস, টনি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকস তৈরি করে বাজারজাত করতো।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া পণ্য তৈরি করে বিএসটিআইর সিল ব্যবহার করে বাজারজাত করায় এ জরিমানা করা হয়েছে।
র্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এএ