সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার উত্তর পাড়া রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লাকসাম রেললাইনের কাজে নিয়োজিত শ্রমিক রুহুল আমিন ও মোরশেদ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নাঙ্গলকোটের বেতাগাঁও এলাকায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেন বাংলানিউজকে বলেন, লাকসাম জিআরপি থানা পুলিশের সদস্যরা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরআইএস/