সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এরআগে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহবায়ক করে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল বাংলানিউজকে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
জিপি