সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় যমুনার পানি বিপদসীমার ১২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান।
তিনি বাংলানিউজকে বলেন, জামালপুর বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি বর্তমানে ২০.৭৭ সেন্টিমিটারে অবস্থান করছে।
এদিকে, অব্যাহত পানি বাড়ার কারণে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে।
বন্যার পানিতে ডুবে সোমবার দেওয়ানগঞ্জে ৩ শিশুর মৃত্যু ও বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া মেলান্দহে বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
মৃত শিশুর হলো- উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামের রাকিবুল ইসলামের ছেলে সাইমুন ইসলাম (০৭), পৌর এলাকার চর কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে রিয়ামুল হক (০২) ও জহুরুল ইসলামের ছেলে নাঈম (০৩)। বজ্রপাতে নিহত হন- বকশীগঞ্জের কৃষক আব্দুল গনি।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এনটি